লকডাউনে ভালোবাসা
লকডাউনে ভালোবাসা
মহসিন পাটোয়ারী
আমি আছি ঘরে, তুমিও আছও ঘরে
আমাদের দেখা হবে লকডাউনের পরে,
লকডাউন যদিওবা অতি তিক্ত লাগে
তবুও হার মানিতে হবে লকডাউনের তরে।
লকডাউনের কারণে রাস্তাঘাট ফাঁকা
আমি শুধু ভাবি কবে হবে তোমার আমার দেখা,
দিতে যদি পারতাম লকডাউনকে ফাঁকি
তোমার আমার দেখা হত নির্জনে একাএকি।
লকডাউন নিয়ে ভাবতে চাই না মন
বসে বসে গণনা করি কবে শেষ হবে এই দিনক্ষন
বর্তমানে লকডাউন আমাদের জীবন সঙ্গী
তাইতো আমি আর তুমি তার কাছে বন্ধী।
লকডাউনে বহু বিয়ে গিয়েছে অতলে
তোমার আমার মধুর মিলন হবে যে কবে?
লকডাউনের যখনই সমাপ্তি ঘটিবে
তোমাকে বিয়ে করে আনিবো মোর নিলয়ে।
লকডাউন নিয়ে তোমার আমার যতই হক দুশ্চিন্তা
এই লকডাউনই করিবে মোদের করোনা থেকে রক্ষা।
No comments